
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা সদরের দাতঁমন্ডলে ভূঁইয়া দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দলকে হারিয়ে নাসিরনগর সদর বন্ধুমহল দল চ্যাম্পিয়ন হয়। শনিবার সন্ধ্যায় নাবা ফাউন্ডেশনের আয়োজনে দাতঁমন্ডল নুুরিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ী জুটি রাকিব ও মুন্নার হাতে পুরস্কার টিভি তুলে দেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমন,সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাসেম,সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি অবিদ রাজা,খেলার পৃষ্ঠপোষক নজরুল ইসলাম ভুইয়াসহ ক্রীড়াপ্রেমী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে।