
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত রজব আলী(২০) মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত রজব আলী উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের ইউসুফ আলীর ছেলে।এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়,বড়নগর গ্রামের বাজারে মঙ্গলবার সন্ধ্যায় ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রজব আলী সাথে করিম মেম্বারের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে দু‘পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষ বাঁধে। সংর্ঘষে উভয় পক্ষে প্রায় ১০ জন আহত হয়। সংঘর্ষ চালাকালে রজব আলী মাথায় আঘাত পান। রাতেই আশঙ্কাজনক অবস্থায় রজব আলীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় রজব আলী মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে বুধবার রাতে রহমত আলী ও সাবেক মেম্বার করিম মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংবাদ পেয়ে চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।