আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ জাতীয় ভোটার দিবস উপলক্ষে““ভোটার হয়ে ভোট দিব,দেশ গড়ায় অংশ নেব”এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভোটার দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নিবার্চন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)তাহমিনা আক্তারের নেতৃত্বে শিক্ষক,শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)তাহমিনা আক্তারের সভাপতিত্বে আশরাফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অধ্যক্ষ মো. আলমগীর,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি। সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. আবদুল হক।