crimepatrol24
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

নাগরপুর শেখ হাসিনা সেতুর বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ

শেখ হাসিনা সেতু

মোঃ মেহেদী হাসান ফারুক, জেলা প্রতিনিধি, টাংগাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শেখ হাসিনা সেতুটি এ এলাকার জনগণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু । এ সেতু পার হয়েই রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতে হয় এলাকাবাসীকে। কিন্তু সম্প্রতি সেতুটির বেশ কয়েক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এ এলাকায় শেখ হাসিনা সেতু হওয়ার পর নাগরপুর -দেলদুয়ারসহ টাংগাইলের মানুষ অবাধে চলাচল করতে পারছে।এ সেতুটি এখন নাগরপুর -দেলদুয়ারের সেতুবন্ধনে বিশেষ সহায়ক ভূমিকা রাখছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর উপরিভাগের অনক স্থানে ঢালাই উঠে গিয়ে বিভিন্ন স্থানে ছোট -বড় অনেকগুলো গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি প্রানহাণির আশঙ্কা করছেন এ সেতুর ওপর দিয়ে চলাচলকারী মানুষ। সেতু নির্মাণের দুই বছরের মাথায় এভাবে ভেঙ্গে গর্ত হওয়ায় যাত্রী সাধারণের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোন সুফল পাওয়া যায়নি।

অন্যদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কাছ থেকে সেতু বুঝে নেয়া সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, এ সেতুর কাগজপত্র পাওয়া যায়নি বিধায় প্রয়োজনীয় সংস্কারে বিলম্ব হচ্ছে। খোঁজখবর নিয়ে জানা যায়, নাগরপুর-মিজার্পুর সড়কের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য নাগরপুর উপজেলার কেদারপুরে ধলেশ্বরী নদীতে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৫ কোটি ৪৭ লাখ টাকায় প্রকল্পের কার্যাদেশ পেয়ে দীর্ঘ আড়াই বছর কর্মযজ্ঞ শেষে ২০১৭ সালের প্রথম দিকে সেতুটির নির্মাণ কাজ শেষ করে মীর আক্তার হোসেন লিমিটেড নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০১৭ সালের শেষের দিকে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে সেতুর এমন বেহাল দশায় এর নির্মাণশৈলী নিয়ে প্রশ্ন তুলছেন এ সেতু দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী সাধারণ।

সরেজমিনে সেতুতে গিয়ে দেখা যায়, সেতুর বিভিন্নস্থানে উপরিভাগের ঢালাইকৃত ওয়ারিং কোর্স ( পাথর, বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই করা) ভেঙ্গে স্তুপ হয়ে রয়েছে। এর ওপর দিয়ে দ্রুত গতির যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ সেতু দিয়ে নিয়মিত চলাচলকারী এসবি লিংক পরিবহণের ড্রাইভার সাইফুল ইসলাম বলেন, গত বছরের মাঝামাঝি এ সেতুর ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। তখন দায়সারাভাবে জোড়াতালি দিয়ে মেরামত করা হয়েছিল বলেই আজ আবার সেতুর এ অবস্থা হয়েছে। আমরা গাড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে যেতে আতঙ্কের মধ্যে থাকি।

শিক্ষক মো.রফিকুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই সেতুতে বেশ কয়েকবার মোটরসাইকেল (বাইক) দুর্ঘটনায় দুইজনের প্রানহাণি ঘটেছে। তার ওপর সেতুর বিভিন্নস্থানে গর্ত তাই দ্রুত সেতুটি সংস্কার না করলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে সেতুটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হলেও গত এক বছর আগে তা সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর করা হয়। নাগরপুর- দেলদুয়ারসহ রাজধানী ঢাকার সাথে যোগাযোগের প্রধান রাস্তা টি হলো নাগরপুর শেখ হাসিনা সেতু। সমস্ত বিষয় মাথায় রেখে রাস্তাটির দ্রুত সংস্করণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

সেতুটির ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান জানান, নাগরপুরের কেদারপুরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুটি গত এক বছর পূর্বে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর আমাদের কাছে হস্তান্তর করলেও এর কাগজপত্র এখনও হাতে পাইনি তাই এর যথাযথ সংস্কারে বিলম্ব হচ্ছে। কাগজপত্র হাতে পেলে ঠিকাদার প্রতিষ্ঠানের রিপেয়ারিং (সংস্কার) এর বিষয়টি ক্ষতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যেটুকু ক্ষতি হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান প্রকৌশলী ইমরান ফারহান ।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৯০

ফরিদপুরে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় কৃষকদলের বি’ক্ষোভ

ফরিদপুরে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় কৃষকদলের বি’ক্ষোভ

ডিমলায় ধ’র্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা,এলাকায় তোলপাড়

বগুড়ায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

নাসিরনগরে ১৫ কেজি গাঁ’জাসহ তিন নারী গ্রেফতার

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৭৬

রংপুরে সদ্যপুস্করিনী ইউনিয়নে ফেসবুক গ্রুপ ঐক্য পরিষদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মৃত্যু ৩২ , আক্রান্ত ২০২৪

রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের ওয়্যার-হাউজের শুভ উদ্বোধন

রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের ওয়্যার-হাউজের শুভ উদ্বোধন