ঝিনাইদহ প্রতিনিধি :
দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবি ও আরবার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী পালন করে তারা। সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেসময় পুলিশের বাধায় তারা রাস্তায় নামতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের ভিতরে সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, অ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা। বক্তারা, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বুয়েট ছাত্র আরবার ফাহাদ হত্যাকারিদের শাস্তির দাবি জানান। সেই সাথে তাদের শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধার নিন্দা জানান।