
আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি।
শনিবার দেবীগঞ্জ বাসির বহু প্রতীক্ষিত নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়েরমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের এমপি অ্যাড. নুরুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য প্রদান করেন পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মির্জা শাখাওয়াৎ হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম, দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনিসুর রহমান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চেীধুরী জজ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বেলুন উড়িয়ে ও ফলক উম্মোচন করে ফায়ার সার্ভিস স্টেশনের শুভ উদ্বোধন করেন। পরে মন্ত্রী ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে পরিবেশ বান্ধব গাছের চারা রোপণ করেন।