
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
৩ ডিসেম্বর-২০২৫ বুধবার দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ রিশাদ জামান, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উক্ত খেলাটি পরিচালনা করেন দিনাজপুর চেহেলগাজী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ওবায়দুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
















