
মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা:
ফের মাঠে গড়াচ্ছে ইউরোপের অন্যতম সেরা লিগ লা লিগা। সেভিয়া ও রিয়েল বেটিস এর মধ্য দিয়ে শুরু হবে লিগের শেষ ১১ রাউন্ডের খেলা। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত দুইটায় শুরু হবে এই ম্যাচটি।
সমান ২৭ ম্যাচে শেষে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সেভিয়া এবং ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তে রিয়েল বেটিস। দুই দলের মুখোমুখি ৪৭ দেখায় ২১ জয় সেভিয়ার আর ১০ জয় রিয়াল বেটিসের। সেভিয়া টেবিল টপার বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পেছনে রয়েছে। লিগ শিরোপার সম্ভাবনা তেমন একটা না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সেভিয়ার। পয়েন্ট হারালেই শংকা আছে টেবিলের ৬ষ্ঠ স্থানে নেমে যাবার।
উল্লেখ্য, করোনা মহামারীর কারনে গত ১১ মার্চ থেকে এই জনপ্রিয় ফুটবল লিগ স্থগিত হয়ে যায়। ফুটবল প্রেমীদের জন্য বিশাল সুখবর দিয়ে ঠিক ৩ (তিন) মাস পর পুনরায় আজ থেকে শূন্য গ্যালারীতে আবারও খেলা শুরু হতে যাচ্ছে।