
আনিছুর রহমান মানিক, নিজস্ব প্রতিবেদক, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ী সহযোগিতায় উক্ত কৃষি মেলার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান, উপজেলা কৃষকলীগ সভাপতি হাবিবুল হক দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে ব্যানার, ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত মেলায় ২৫টি স্্টল স্থান পেয়েছে।