আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনার ঝুঁকি হ্রাস এবং সড়কপথ নিরাপদ করণের লক্ষ্যে মোটর শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নে মোটরযান চালকদের ৪দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
সোমবার (১ফেব্রুয়ারি) উপজেলা হলরুমে সকাল ১০টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত সমাপনী ব্যাচের ৩০জন চালক অংশ নেয়। এর আগে গত ৩ দিনে ৯০জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
গত ২৬ জানুয়ারি প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই সুমন চন্দ্র রায়, এএসআই গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।