crimepatrol24
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ডোমারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় মসজিদের ঈমাম আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৬, ২০২০ ৬:০৪ পূর্বাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় এক মসজিদের ঈমামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস এলাকায় হাজী পাড়া গ্রামে। মামলা সূত্রে জানা যায়, উক্ত জামে মসজিদের ঈমাম আলী আকবর (৫৬) শিশুদের মক্তবে পড়ান। শনিবার সকালে মক্তব ছুটি হলে ১১ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু ও ৩য় শ্রেণির এক ছাত্রীসহ দুই শিশুকে তিনি মসজিদের পাশে তার শোয়ার ঘরে নিয়ে যায়। এরপর তাদের পালাক্রমে ধর্ষণ করে। শিশু দু’টি ধর্ষনের বিষয়টি যেন কাউকে না বলে, সেই জন্য ভয়ভীতি দেখায় ওই লম্পট। প্রতিবন্ধী শিশুটি প্রচন্ড ব্যাথা অনুভব করে এবং বিষয়টি তার মাকে জানান। এ সময় তৃতীয় শ্রেণির ছাত্রীটিও ধর্ষনের বিষয়টি প্রকাশ করে। এলাকাবাসী ঈমাম আলী আকবরকে রাতে আটক করে থানায় খবর দেয়। ইমামকে ডোমার থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার আলী আকবর পাশ্ববর্তী ডিমলা উপজেলার আকাশ কুড়ি এলাকার মৃত ঘিনা মামুদের ছেলে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবন্ধী শিশুটির মা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ধর্ষিতা শিশুদের উদ্ধার করে রাতেই নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এসময় অভিযুক্ত ধর্ষক এলাকাবাসীর সামনে নিজের দোষ স্বীকার করেন। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়