আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম>>
জামালপুর জেলার শ্রেষ্ঠ (ওসি) অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার রেজাউল ইসলাম খান। বুধবার ৬ অক্টোবর ২০২১ খ্রি. জামালপুরের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করেন জেলার পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।
জানা যায়, পুলিশ হেড কোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সেপ্টেম্বর/২১ মাসে সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে রেজাউল ইসলাম খানকে। একই সাথে জেলার শ্রেষ্ঠ ওসি তদন্ত হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১টায় অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে(পুলিশ হেডকোয়ার্টার’স কতৃক প্রণীত)- আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন সেপ্টেম্বর /২০২১ মাসে শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই/খায়রুল ইসলাম,জামালপুর থানা।
সেপ্টেম্বর /২০২১ মাসে শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই/মোঃ নিজাম উদ্দিন , জামালপুর থানা।
সেপ্টেম্বর /২০২১ শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার হিসেবে এএসআই/সুজন মিয়া, মাদারগঞ্জ থানা।
উল্লেখ্য যে, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৩০ (ত্রিশ) ক্যাটাগরিতে ১০২,৫০০ ( এক লক্ষ দুই হাজার পাঁচশত) টাকা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।