
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুরের ইসলামপুরে বাচ্চু মিয়া (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।২৫ অক্টোবর ,শুক্রবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া আকন্দপাড়া গ্রামের সোনাহার মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে জেঠাতো ভাই জিয়ার ঘরে একাই ঘুমাতে যান বাচ্ছু। সকালে বিছানায় তার গলা কাটা মরদেহ পাওয়া যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।