আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুর শহরের মনিরাজপুর এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা,
২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মদন সরকার(২৮) ও মোঃ
ফজলু(৩৬) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫ টায় জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে জামালপুর ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে ডিবি ১ এর চৌকশ অভিযানিক দল ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে নয়টায় জামালপুর শহরের মনিরাজপুর মেডিকেল কলেজ রোড, জামতলা চৌ-রাস্তার মোড় হতে ২ কেজি ৬শত (দুই কেজি ছয়শত)গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয় । এ সময় বি-বাড়ীয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের বায়েক পুর্ব – দক্ষিণ পাড়া গ্রামেরমৃত হরেন্দ্র সরকার এর ছেলে মদন সরকার(২৮) ও জামালপুর শহরের বাগের হাটা(নামাপাড়া) গ্রামের মৃত মুক্তার বেপারীর ছেলে মোঃ ফজলু(৩৬) কে পরে মাদক মামলায় গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন।