আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
১৫ জুলাই ২০২০ জামালপুরে আরও ১৪ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ৭জন।মেলান্দহ ৩, মাদারগঞ্জ ২, সরিষাবাড়ী ১, বকশীগঞ্জ ১জন। এখন পর্যন্ত জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৫৪ জন। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছে। এর মধ্যে জামালপুর উপজেলা সদরে ৩০৪জন, মেলান্দহ ৯১, মাদারগঞ্জ ৪৪, ইসলামপুর ১২১, সরিষাবাড়ী ৯২, দেওয়ানগঞ্জ ৩৭, বকশীগঞ্জ ৬৫জন।
সর্বমোট সুস্থ ৫৩৫ জন। এর মধ্যে সদর ১৭৫, মেলান্দহ ৭৪, মাদারগঞ্জ ৪১, ইসলামপুর ৯৯, সরিষাবাড়ী ৫৫, দেওয়ানগঞ্জ ৩৪, বকশীগঞ্জ ৫৭জন।
সর্বমোট মৃত্যু ১১ জন (চিকিৎসাধীন ৭ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৩ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।
সর্বমোট রেফার্ড ৯ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৮৫ টি, মোট নমুনা সংগ্রহ ৭৮২৫ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯৪ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৪ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৩ জন এবং ছাড়পত্র ১৮৩ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৮১ জন এবং ছাড়পত্র ৩৪৬ জন।
মোট হোম কোয়ারেন্টিনে ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।