মো,আলী হোসেন খান,জগন্নাথপুর:
সিলেট বিভাগের পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর।
গতকাল সোমবার সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত আইন -শৃঙ্খলা রক্ষা ও অ’পরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় পুলিশের ওই কর্মকর্তাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়।
পরে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা বিভাগের শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে মনোনীত হওয়ায় সুভাশীষ ধরকে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পত্র ও নগদ অর্থ তাঁর হাতে তুলে দেন।
এদিকে সুভাশীষ ধরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর বলেন, ‘পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কী ধরনের সেবা দিতে পেরেছি। তাঁর এ প্রাপ্তিতে তিনি জগন্নাথপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি জগন্নাথপুর সার্কেলের আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।