চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল সিকদার (৪২) কে গত ১৭ আগস্ট দুপুর ১ টার সময় গুলি করে হত্যা করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। বৃহস্পতিবার(১৯ আগস্ট) নিহতের ছোট ভাই মামুনুর রশীদ বাদী হয়ে থানায় ৩২জনের নামে মামলা দায়ের করেন। উক্ত মামলায় মাতামুহুরী সাংগঠনিক আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক প্রধান অভিযুক্ত ব্যক্তি মোঃখলিল উল্লাহ চৌধুরী সহ ২০ জনের নাম উল্লেখ ও আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার সকালেই এজাহার নামীয় তিন আসামীকে বাদী পক্ষের লোকজনের সহযোগিতায় চট্টগ্রামের একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- বিএমচর ইউনিয়নের দিয়ারচর গ্রামের মোঃ ইউনুছের পুত্র নুরুল আলম (১৯), একই ইউনিয়নের বেতুয়ারকুল গ্রামের বশির আহমদের পুত্র রিয়াজুল ইসলাম (১৯) ও নাদির হোসেনের পুত্র হেলাল উদ্দিন (৩৮)। আরেকজনের নাম জানা হয়নি।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম বলেন,বাদী পক্ষের সহযোগিতায় ৪জন অপরাধী বা আসামীকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছেন।