crimepatrol24
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

চকরিয়া,পেকুয়া ও লামা উপজেলায় ৩৬ ইটভাটায় ব্যবহার হচ্ছে পাহাড়ী গাছ ও বনভূমির মাটি :নীরব প্রশাসন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৫, ২০১৯ ২:৪৬ অপরাহ্ণ

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া ও অবিচ্ছিন্ন পেকুয়া ও লামার পাহাড় জুড়ে ৩৬ ইটভাটার কার্যক্রম শুরু হয়েছে।এমনিতেই ইটভাটার গাছ নিধন ও অব্যাহত পাহাড় কর্তনের ফলে পাহাড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। অরন্যভেদ করে গড়ে তোলা অবৈধ ইটভাটার কাঁচামালের যোগান দিতে চলছে পাহাড় কাটা ও বন উজাড়। ইটভাটার কারণে আবাসস্থল হারিয়ে গ্রামের দিকে ছুটছে হাতির পাল।হাতি তাড়াতে আসা সরকারি বেসরকারিভাবে দায়িত্বপ্রাপ্তদের মুখ থেকে জানা গেছে, এসব চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, কক্সবাজার উত্তর বনবিভাগ, লামা বনবিভাগ ও চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সঙ্গমস্থল চকরিয়া-লামা-পেকুয়া উপজেলার রিজার্ভ ও তৎসংলগ্ন বনভূমি এলাকায় রয়েছে সেগুন, গর্জনসহ নানান প্রজাতির গাছের রির্জাভ বাগান। বনরেঞ্জের রিজার্ভ ও তৎসংলগ্ন পাহাড়ের মাটি ও রিজার্ভ এলাকার গাছের ওপর নির্ভর করে চকরিয়া,পেকুয়া ও লামায় পাহাড়ে গড়ে উঠেছে ৩৬ টি ইটভাটা। অরন্যের গহীনে গড়ে তোলা অবৈধ ইটভাটায় সমান তালে পাহাড় কাটছে অর্ধশতাধিক এক্সকেভেটর। অবিচ্ছিন্ন এলাকায় প্রভাবশালী বনদস্যু সংশ্লিষ্ট বনকর্মীর সহযোগিতায় ভুয়া টিপি তৈরি করে গাছ লুট করে লাকড়ী সরবরাহ করে এ সব ইটভাটায়। রিজার্ভ এলাকার গাছের ওপর নির্ভরশীল অরন্যভেদ করে গড়ে তোলা ৩৬ এর অধিক অবৈধ ইটভাটা মালিকের উৎসাহে লাকড়ীর যোগান দিতে বন উজাড় করছে বনদস্যুরা। চলছে আগুন দেয়ার প্রস্তুতিও। ইটভাটায় পাহাড় কাটার এক্সকেভেটর বুল ডোজারের গগনভেদী আওয়াজ ও অব্যাহত গাছ নিধনের ফলে আবাসস্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বনের পশু-পাখি। নিজেদের আবাসস্থল ও খাদ্যভান্ডার হারিয়ে মানুষের আবাসস্থলের দিকে ছুটে যাওয়ায় হাতির লোভনীয় মূল্যবান দাঁতের দিকে নজর পড়ে বনদস্যুদের।এতে গত এক মাসে নিহত হয়েছে দুইটি হাতি। এ ছাড়া ও প্রতিনিয়ত অতিথি পাখি, হরিণও মারা পড়ছে শিকারীর হাতে।

পাহাড়ী জনপদের লোকজন জানান, চকরিয়ার অবিচ্ছিন্ন পেকুয়া ও লামার পাহাড় জুড়ে ৩৬ টি ইটভাটা গড়ে উঠেছে। কক্সবাজার উত্তর বনবিভাগের ফাসিয়াখালী রিজার্ভ বনের গাছ চুরি বৃদ্ধি পেয়েছে ইটভাটার কারণে। সংশ্লিষ্ট বনবিভাগের কতিপয় বন রক্ষক এদের প্রকাশ্য সহযোগী। লাকড়ীর ঠিকানা ইটভাটায় হলেও চোরাই সেগুন ও মাদার ট্রি গর্জন কাঠের অবৈধ হাট লামা উপজেলার ফাসিয়াখালী গুলিস্থান বাজার, চকরিয়ার ভাঙ্গারমুখ বাজার ও পেকুয়া-বাঁশখালী সীমানার আরবশাহ বাজার এবং বদরখালী বাজার । সংশ্লিষ্ট এলাকার বনবিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে মাসিক উৎকোচ দিয়ে খোলাবাজারে ওই সব কাঠ চড়াদামে বিক্রি করছে ব্যবসায়ীরা। লুট হওয়া গাছ বনপরীক্ষণ ফাঁড়ির সামনে দিয়ে বের হচ্ছে মোটা অঙ্কের টাকায়। বের করার সময় জোত পরমিট নামের ভুয়া টিপি তৈরি করে দিচ্ছে বন-বিভিাগের কতিপয় দুর্নীতিবাজ বন-কর্মকর্তা। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তৈরি করা এ টিপি’র কাজ শুধু ’আই ওয়াশের’ জন্য। বাকি কাজ হয়, বিকাশে টাকার বিনিময়ে।বন কর্মীদের সংশ্লিষ্টতার কারণে প্রকাশ্য গাছ লুট হচ্ছে।

এলাকার সচেতন মহল জানায়, বনবিভাগের এসব রেঞ্জের বন উজাড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বনবিভাগের কতিপয় বনকর্মী। ওই সব বন কর্মীরা কাঠ চোরদের শিখিয়ে দেয় কাঠ পাচারের কৌশল। কৌশলী দুর্নীতিবাজ বনকর্মীরাই বনের শত্রু“। তাদের সহযোগিতায় গাছ পাচার নিরাপদ করে তুলেছে বনদস্যু সিন্ডিকেট।এতে বিপন্ন হয়ে উঠেছে বন্য প্রাণির জীবন। প্রতিনিয়ত পরিবেশ ধ্বংস হলে ও পরিবেশ অধিদপ্তর রয়েছে নীরব। তাই সচেতন মহল এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেছেন।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে কয়েকটি প্রকল্পের কারণে এখনো অরক্ষিত নলুয়ার হাওর

হোমনায় প্রাথমিকে ট্যালেণ্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দাউদকান্দিতে ইউএনও’র হস্তক্ষেপে মুক্ত হলো অবরুদ্ধ চার পরিবার

রংপুরে সাড়ে ১৩ হাজার কেজি মেয়াদোর্ত্তীণ আটাসহ গ্রেফতার-২

দক্ষিণ কোরিয়ায় একদিনে করোনায় আক্রান্ত ৮১৩

হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন

মুজিববর্ষ উপলক্ষে জমিসহ ঘর পাচ্ছেন ডিমলার আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

জামালপুরের সেই বিতর্কিত ডিসিকে প্রত্যাহার

রামগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন ঃ এএসপি ( হোমনা-মেঘনা সার্কেল)