মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সারাদেশে চলমান পরিস্থিতিতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজারে আবু সাঈদ মার্কেটের সামনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
৩নং সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, মোঃ আঃ হাকিম দুলু, উপজেলা বিএনপির সাধারণ আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও ১নং বুলাকিপূর ইউপির সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু, জেলা বিএনপির সদস্য শাহ মো. সাইফুল হোসেন চৌধুরী, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সারাদেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে পুঁজি করে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেনো কোনো ধরনের অপকর্ম বা অপরাধ কর্মকান্ড না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব রাজীব আল রাজী ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।