ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপির সদর থানার অভিযানে চো’রাই স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ এক মহিলা চো’রকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা সদর থানাধীন জনৈক মোঃ রবিউল ইসলাম এর বাসায় গত ০৫/১১/২০২৪ তারিখ দুপুরে সংঘটিত চু’রির ঘটনায় খুলনা সদর থানা পুলিশ মোহাম্মাদিয়া পাড়া ৩নং গলি আসামীর নিজ বাসা থেকে শিমলা আক্তার শিমু (১৯), পিতা-রাশেদুল ইসলাম, সাং-মোহাম্মাদিয়া পাড়া ৩নং গলি, থানা-লবণচরা, খুলনাকে স্বর্ণের ০১ জোড়া হাতের বালা, ০২ জোড়া কানের দুল, ০২ টি গলার চেইন, ০১ টি লকেট, ০১ টি হাতের ব্রেসলেট, ০১ টি নাকফুল এবং নগদ ৭৫ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চু’রির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।