ক্রাইম পেট্রোল ডেস্ক।।
খুলনা সদর থানা পুলিশের অভিযানে ছি*নতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইলফোনসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আজ শনিবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর খুলনা সদর থানায় ছি*নতাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নং-০৭, তারিখ-০৭/০২/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ঘটনাস্থলের আশেপাশের সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামীদের শনাক্তপূর্বক প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নির্ণয় করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১) সোহান হাওলাদার @ শাওন (২১), পিতা-মোঃ সেলিম হাওলাদার, সাং-রাজাপুর কালিবাড়ী খেয়াঘাট, থানা-রূপসা, জেলা-খুলনাকে আটক করে। তার হেফাজত হতে ছি*নতাই হওয়া ১ টি DISCOVER 125 CC মোটরসাইকেল এবং টি SYMPHONY মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছি*নতাইয়ের ঘটনায় জড়িত অন্য আসামীকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।