ক্রাইম পেট্রোল ডেস্ক: কেএমপি’র লবণচরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,অদ্য ১৬ আগস্ট ২০২১ খ্রি: তারিখ সকাল ১১.৪৫ ঘটিকায় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক উক্ত থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ মেসার্স এম তালুকদার ভ্যারাইটিজ ষ্টোরের সামনে হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ আঃ রহমান সুজন(৩০, পিতা-মোঃ রুহুল আমিন, সাং-মোক্তার হোসেন সড়ক, থানা-লবণচরা; ২) মোঃ দেলোয়ার হোসেন(৩৩), পিতা-মোঃ দুলাল আকন, সাং-মোক্তার হোসেন রোড, থানা-লবণচরা এবং ৩) মোঃ সোহেল হাওলাদার(২৮), পিতা-জলিল হাওলাদার, সাং-চাঁনমারী বাজার মাদ্রাসা বাইলেন, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কোজি গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।