![](https://crimepatrol24.com/wp-content/uploads/1597505190237_press-pic-768x1024.jpeg)
ক্রাইম পেট্রোল ডেস্কঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ(কেএমপি)।
আজ শনিবার, কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ আগস্ট,২০২০ খ্রি. তারিখ খুলনা মহানগরী পুলিশের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কেএমপি পুলিশ লাইন্স জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারসহ সকল শহিদের স্মরণে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলে কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ ও ফোর্স অংশগ্রহণ করেন।