ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত এক স*ন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স*ন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১৫:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোবরচাকা মেইন রোডস্থ খালাশি বাড়ীর মোড় এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত স*ন্ত্রাসী আশরাফুল করিম@রনি@গালকাটা রনি (৩১), পিতা-মৃত: কামরুল, সাং-ডেউয়াতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী আশরাফুল করিম@রনি@গালকাটা রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

















