ক্রাইম পেট্রোল ডেস্কঃ
কেএমপি’র খালিশপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁ’জাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৬ অক্টোবর ২০২২ খ্রিঃ দুপুর ১৩.৪৫ ঘটিকার সময় খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন হাউজিং পুরাতন কলোনী আর লাইন এর আর-৬৯ নম্বর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) নুরুল ইসলাম টিপু(৬২), পিতা-মৃত: শেখ আমির আলী, সাং-চন্দনী মহল, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা এবং ২) সান্টু খান(৪৮), পিতা-মৃত: মালেক খান, সাং-চন্দনী মহল, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদ্বয়’কে ১ কেজি গাঁ’জাসহ গ্রে’ফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মা’দক ব্যবসায়ীর বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।