ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪১০ গ্রাম গাঁজাসহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার, মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম, বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি, পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) রাজু গাজী(৩৫), পিতা-মৃত: দলিলউদ্দিন গাজী, সাং-উত্তর মদিনাবাদ, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহিরবাড়ি বড় খালপাড়, থানা-খুলনা; ২) পারভেজ শিকদার(৪০), পিতা-মৃত: ইউসুফ শিকদার, সাং-ইসলাম কমিশনারের মোড়, চাঁপাদের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ সুমন ওরফে পটকা সুমন(২৬), পিতা-মোঃ সুলতান খান, সাং-০২ নং ক্রসরোড পাবলা সবুজ সংঘ, থানা-দৌলতপুর, জেলা-খুলনা, এ/পি সাং-আড়ংঘাটা পুলিশ ফাড়ীর সামনে আনিচ সড়ক, থানা-দৌলতপুর এবং ৪) রাহেলা বেগম(৬০), স্বামী-মৃত: শাহজাহান সরদার, পিতা-মৃত: কালু গাজী, সাং-চরা হাসনাবাদ(কৃষ্ণনগর), থানা-লবণচরা, খুলনা মহানগরী’দের কে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪১০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।