কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জুগিয়া ( পাল পাড়া) এলাকায় মন্টুর ছেলে রন্টু ( ২৭) এর বিরুদ্ধে তার স্ত্রী শিলা খাতুন ( ১৯)কে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডস্থ জুগিয়া (পালপাড়া) এলাকার মাদক সেবী রন্টু তার স্ত্রীকে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে । পূর্বেও সে মাদক সেবন করে এসে স্ত্রীকে অসংখ্যবার নির্যাতন ও হত্যার চেষ্টা করেছে। ইতোপূর্বে সে তিন লক্ষ টাকা যৌতুক নিয়েছে। এ নিয়ে মেয়ে পক্ষ মামলা করেছিল। মামলা মিমাংসা করে আবার বাড়িতে নিয়ে যায়। এখন সে নতুন করে তিন লক্ষ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে গৃহবধূ শিলা আহত হয়ে ইতোমধ্যে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ০৩ নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন অবস্থায় আছে।
এখন পর্যন্ত গৃহবধূর স্বামী মাদক সেবী রন্টু তাকে দেখতে হাসপাতালে আসেনি। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন শিলা ও তার পরিবারের লোকজন।