ক্রাইম পেট্রোল ডেস্কঃ
‘মুজিববর্ষে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতী স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমি ও ঘর পেয়েছে হাজারো ভূমিহীন ও গৃহহীন পরিবার।আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর, ২০২২) কুমিল্লার আদর্শ সদর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় ও ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন নব যোগদানকৃত জেলাপ্রশাসক মোহাম্মদ শামীম আলম। পরিদর্শনকালে গৃহ নির্মাণ কাজের অগ্রগতিতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিগণকে অবহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কুমিল্লা, উপজেলা নির্বাহী অফিসার, আদর্শ সদর, সহকারী কমিশনার (ভূমি), আদর্শ সদর, পাচথুবি ইউনিয়নের চেয়ারম্যান হাসান রফি রাজু, পিআইও, উপজেলা প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আদর্শ সদর উপজেলার কোটেশ্বর মৌজায় ৫৩টি ঘরের চলমান কাজ এবং গোলাবাড়ি মৌজায় ৪র্থ পর্যায়ের ঘর নির্মাণের জন্য ৭২শতাংশ খাস জায়গা পরিদর্শন করা হয়।