জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক কুমিল্লা সিটি কর্পোরেশনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত একাত্তর টিভির গাড়ি ভাং’চুরের দাযে অভিযুক্ত শিক্ষার্থীর বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ জুন ২০২২ ইং খ্রি: তারিখ সাড়ে ১২ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় গোলচত্বর এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আইন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১৩ জুন ২০২২ ইং খ্রি: রাত সাড়ে ৯ টায়. কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন এটিএম বুথের সামনে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত একাত্তর টিভির একটি NOHA গাড়ি ভাং’চুর করা হয়েছিল। প্রাথমিক তদন্ত রিপোর্টে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মুহাম্মদ নূর উদ্দিন হোসাইন সন্দেহজনকভাবে জড়িত থাকার বিষয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায় উক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে ব’হিঃষ্কার করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ৭১ টিভির বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহন না করলেও গাড়ী ভাং’চুরের ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযুক্ত শিক্ষার্থীকে দোষী সব্যস্ত করে বহিস্কার আদেশ প্রদান করেছে৷উক্ত বহিস্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার করা না হলে সামনে আরোও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা একমত পোষণ করেন৷