কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় র্যাব-১৪ এর একটি অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বারোহাল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. শফিকুল ইসলাম।
র্যাব সূত্র জানায়, গাঁজাবাহী একটি সিএনজি অটোরিকশাকে চিহ্নিত করে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজিটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল গাঁজা বহনের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শহিদুলের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় মাদকের প্রবণতা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন ছিলেন। র্যাবের এ ধরনের কার্যকর অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে তাদের মন্তব্য।