করিমগঞ্জ, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণ দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী এবং প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম সহকারী সেক্রেটারী মাওলানা আজহারুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর আজিজুর রহমান,
জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী রিয়াদী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মো. মুসলেহ উদ্দিন সুমন সমাবেশে উপস্থিত ছিলেন।
গণ দাওয়াতী সমাবেশে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেম ও সমাবেশ পরিচালনা করেন উপজেলা কমিটির সেক্রেটারি মো. নাজিম উদ্দিন।