ভোটের আগেই ভোট
শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বাছাইয়ে মনোনয়ন প্রত্যাশী ৯ প্রার্থীর মধ্যে ভোটের আগেই ভোট অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর তালিকা চাওয়া হলে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ৯ প্রার্থীর মধ্যে কাদের নাম পাঠাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এ নিয়ে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আহবায়ক কমিটির নিকট ভোটাভুটির আবেদন জানালে উপজেলা আওয়ামীলীগ প্রার্থী বাছাইয়ের জন্য নির্বাচনের সিদ্ধান্ত নেয়। গত রোববার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারীর বামনডাঙ্গাস্থ বাসভবনে এ নির্বাচনের আয়োজন করা হয়। এতে ৯ জন মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বিতা করলেও গোপন ব্যালটের মাধ্যমে খয়বর হোসেন সরকার ১শ’ ৩১, রেজাউল আলম রেজা ৭১, আশরাফুল ইসলাম লেবু ৩৩ ভোট পান। ওই দিন বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১৫ ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩শ’ ৭০ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারী, পৌর মেয়র ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল আলম রঞ্জু, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।