![](https://crimepatrol24.com/wp-content/uploads/84760478_225905655102873_2472631638882779136_n.jpg)
জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুরে জে জে কে এম গালর্স হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুস ছালাম চৌধুরী মামুন তার সাবেক ছাত্রীর সাথে যৌন কেলেংকারির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন,সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ইসলামপুর জে জে কে এম গালর্স হাই স্কুল এন্ড কলেজ এর সামনে ইসলামপুর এলাবাসী ও আমরা ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহারুল হক, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রাহাত পাহলোয়ান, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহানারা পারভিন পুথী,বর্তমান সভাপতি আফরোজা আক্তার তানিয়া, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি যুথী আক্তার, ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জুয়েল,সাবেক ছাত্র নেতা ফারুক ইকবাল হিরো,উপজেলা ছাত্র লীগের সভাপতি রকিব চোধুরী,সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়াসহ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ স্থানীয় এলাবাসীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আব্দুস ছালাম চৌধুরীর কুশ পুত্তলিকা দাহ করছে বিক্ষুব্ধরা।
এসময় বক্তারা বলেন, নারী লোভী অধ্যক্ষকে আমরা আর এই প্রতিষ্ঠানে কর্মরত দেখতে চাইনা। তাই তার পদ থেকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে অধ্যক্ষ আব্দুস ছালাম চৌধুরীর কুশ পুত্তলিকা দাহ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারক লিপি দেন তারা।
উল্লেখ্য যে, গতকাল ২ ফেব্রুয়ারী রবিবার জামালপুরের দেওয়ানগঞ্জ গামী তিস্তা ট্রেনের কেবিনে আপত্তিকর অবস্থায় প্রাক্তন এক ছাত্রীসহ ইসরাত (২৭) ইসলামপুরের জে,জে,কে এম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম চৌধুরী রেলওয়ে পুলিশের হাতে আটক হয়।