
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন হোমনার কৃতী সন্তান মোহাম্মদ মোসারফ হোসেন। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর,২০১৯ খ্রি.) আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি: এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মানব সম্পদ বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ পদোন্নতির আদেশ প্রদান করা হয়। তিনি ২০১২ ইং সালে এক্সিকিউটিভ অফিসার হিসেবে নতুন বাজার, বারিধারা শাখা, ঢাকায় যোগদান করেন। বর্তমানে তিনি খিলক্ষেত শাখা, ঢাকায় কর্মরত আছেন।
জানা গেছে, মোহাম্মদ মোসারফ হোসেন ২০০০ ইং সালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫ বিষয়ে লেটার মার্কসসহ স্টার মার্কস পেয়ে এসএসসি, ২০০২ ইং সালে হোমনা ডিগ্রি কলেজ থেকে প্রথম বিভাগে এইচ এসসি, ২০০৯ ইং সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বি এসসি অনার্স এবং ২০১০ইং সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি কুমিল্লা জেলার হোমনা পৌরসভাধীন শ্রীমদ্দি গ্রামের মরহুম মো. আব্দুজ জাহের মাস্টারের ছেলে।তার মাতার নাম মরহুমা মাহমুদা বেগম। তিনি ৮ ভাই- বোনের মধ্যে ৬ষ্ঠ। তার বড় ভাই মো. শফিকুল ইসলাম , উপ-সহকারী পরিচালক (অব.) ডিজিএফআই, মেঝ ভাই মো. ইব্রাহিম খলিল, সহকারী প্রধান শিক্ষক , ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয় ও সম্পাদক ক্রাইম পেট্রোল২৪.কম, সেজো ভাই মো. নাইমুল হক, ছোট ভাই মো. জসিম উদ্দিন পুলিশ কনস্টেবল এবং তিন বোন গৃহিনী।
মোহাম্মদ মোসারফ হোসেন পারিবারিক জীবনে ১ বছর বয়সের ১ কন্যা সন্তানের জনক।তার স্ত্রী মোহনা সরকার মিতু এমবিএ।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ মোসারফ হোসেন ক্রাইম পেট্রোল২৪.কম এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে রয়েছেন।