মোঃ সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেল ৪ টায় সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রংপুর এর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠক পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ শাহাদাৎ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ,কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুস সোবহান, লেখক ও গবেষক ড. মিজানুর রহমান নাসিম,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ,প্রজন্ম একাত্তরের দেবদাস ঘোষ দেবু,সমাজকর্মী অলোক নাথ,সালাউদ্দিন বাবু, রাষ্ট্র চিন্তার সংগঠক অ্যাডভোকেট রায়হান কবীর,রংপুর পদাতিকের নাসির উদ্দিন সুমন,শিল্পী আহসান আহম্মেদ, সাংবাদিক সাইফুল্লাহ খাঁন,বেলায়েত হোসেন বাবু,শ্রমিক অধিকার আন্দোলনের আব্দুস সাত্তার বকুল,শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার প্রমুখ। নেতৃবৃন্দ, লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে সংঘটিত ঘৃণ্য হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে ধর্মান্ধ উগ্র মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।