মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর :
আগামী ১৭ নভেম্বর ২০১৯ খ্রি. তারিখ থেকে অনুষ্ঠেয় পিইসিই পরীক্ষাকে সামনে রেখেই রংপুর পুলিশ লাইন্স মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। মেলা চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফজলে এলাহী, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন প্রমুখ।
পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি তার বক্তব্যে বলেন, ‘মেলার মাধ্যমে ব্যবসা, বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এছাড়াও বিশেষ করে স্থানীয়ভাবে তৈরি হওয়া ঐতিহ্যবাহী পণ্য ও শিল্পকে জনসম্মুখ্যে তুলে ধরতে হবে। মেলায় পুলিশের নারী কল্যাণ সমিতির অংশগ্রহণ ও তাদের এ আয়োজন প্রশংসনীয়। রংপুরের মানুষকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মেলা উপহার দিতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় স্টল পরিদর্শন করার পাশাপাশি স্টল মালিক ও আগতদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ অক্টোবর, ২০১৯ খ্রি. তারিখে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন নগরীর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে কোন প্রকার মেলা না করার দাবিতে শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক পলাশ কান্তি নাগের নেতৃত্বে সচেতন অভিভাবক ও নাগরিক সমাজের পক্ষ থেকে রংপুরের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করার পর গত ৪ নভেম্বর স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছিলো।