
অনলাইন ডেস্ক : আজ বুধবার (১৬ অক্টোবর ২০১৯ খ্রি.) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক রোগীকল্যাণ সমিতি, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, সমন্বয় পরিষদ ও সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে মঞ্জুরকৃত অনুদানের ৩৩ লক্ষ ২২ হাজার টাকা এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক “ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি” এর আওতায় ৩৭ জন রোগীর মধ্যে ১৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপপরিচালক, সমাজসেবা কার্যালয়, সুনামগঞ্জ সুচিত্রা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মো. সফর উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।