ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে আজ শনিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা-২ ( হোমনা- তিতাস ) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার , দাউদকান্দি আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত জেনারেল সুবেদ আলী ভূঁইয়া, দেবীদ্বার আসনের সংসদ সদস্য রাজী ফখরুল, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.) সুমন, তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিতাস উপজেলার ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী লিলমিয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া , কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেরে আলম, দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।