আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
“পরিবেশ পরিচ্ছন্ন রাখি – ডেঙ্গুমুক্ত দেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ডোমার পৌরসভায় মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহম্পতিবার (২৯ আগষ্ট) দুপুর ১২টায় ডোমার পৌরভবন চত্ত্বরে ফুকার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা ও পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু। এ সময় পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, ডোমার পৌর প্রকৌশলী জোবায়দুল ইসলাম, পৌর প্যানেল মেয়র অহিদুল ইসলাম, উম্মে কুলছুম, কাউন্সিলর আকতারুজ্জামান সুমন, শফিক বিন মোর্শেদ তরুন, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান তুলু, সামিউল ্ইসলাম, ভারতি রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু প্রতিবেদককে জানান, বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত ও পৌরসভার অর্থায়নে ফুকার মেশিন ও মেডিসিন ক্রয় করা হয়। মশক নিধন অভিযান পৌরসভার ৯ টি ওয়ার্ডে এক মাস পর্যন্ত চলমান থাকবে।