
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম বাজার সংলগ্ন কালি নদীতে বালি উত্তোলনের তথ্য সংগ্রহকালে এটিএন বাংলার ক্যামেরাম্যান নাজমুস হাসিবের ওপর অতর্কিত হামলা করেছে শাহীন শেখ নামের এক বালি ব্যবসায়ী।
শাহীন শেখ কুষ্টিয়া কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের কুসলীবাসা বাজার কমিটির সভাপতি টেংরা বিশ্বাসের ছেলে।
জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামবাজার সংলগ্ন কালী নদীতে সরকারি উন্নয়নমূলক কাজের জন্য বালি উত্তোলন করে শাহিন।এটিএন বাংলার ক্যামেরাম্যান নাজমুস হাসিব উক্ত বালি উত্তোলনের তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে শাহীন তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং ঘাড় ও গলা ধরে তাকে চড়-থাপ্পড় দেয়।
বিষয়টি প্রশাসনের গোচরীভূত হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে কুমারখালী থানার সেকেন্ড অফিসার এস.আই খালিদ, শাহিন শেখকে গ্রেফতার করে।
এ বিষয়ে শাহিন শেখের বিরুদ্ধে “৩২৩, ৩০৭, ৩৭৯ ও ৫০৬” ধারায় একটি মামলা হয়েছে যার নং-১২ এবং তাং-২৪/০৮/১৯ইং ।