crimepatrol24
১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনাসভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।  বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট কনফারেন্স রুমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে ৭ দফা বাস্তবায়নের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার আলীর সভাপতিত্বে ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক পার্বতীপুর কয়লাখনির সহকারী প্রকৌশলী মোঃ সাজিউর রহমান সাজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব দিনাজপুর সওজের সহকারী প্রকৌলশী মোঃ শাহানুর রশিদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর ওয়াদুদ মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল হুদা, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম যুগ্ম আহ্বায়ক ও আইডিইবির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান, মোঃ সিদ্দিকুর জামান, মনজুর মুর্শেদ সুমন, যুগ্ম সদস্য সচিব মোঃ মাসুদ রানা, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর, মোঃ গুলজার হোসেনসহ আইডিইবি দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বংলাদেশের (ডিইএব) সদস্যবৃন্দ, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বংলাদেশের সদস্যবৃন্দসহ সকল সদস্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা হলো-১। প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ ভাগ করে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে উত্তীর্ণ ৪ বছর মেয়াদি (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে।
২। সরকারি আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রকৌশল সংস্থা, বিভাগ ও বিদ্যুৎ কোম্পানির জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার ১০৫ করা।
৩। সকল প্রকৌশল সংস্থায় উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে বিদ্যমান ৩৩% পদোন্নতির বিধান ৫০% এ উন্নীতকরণ এবং সকল প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার হতে নিয়োগ প্রদান করা।
৪। মেধার অপচয়রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতিত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধসহ প্রকৌশল পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।
৫। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগতমান রক্ষার্থে কোর্স কারিকুলাম ইংরেজিতে প্রণয়নসহ আধুনিকায়ন করা এবং শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার ১:১২ নিশ্চিত করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ নিতে হবে। সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব/ওয়ার্কসপ আধুনিকায়ন এবং কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে হবে। সংযুক্ত এসএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ইন্সট্রাক্টরকে সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) হিসেবে নিয়োগ প্রদান করতে হবে। বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ও সংযুক্ত এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) কোর্সে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের কাচাঁমাল, শিক্ষার্থী ভাতা ও প্রশিক্ষক ভাতা সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বরাদ্দ দিতে হবে।
৬। আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করতে হবে।
৭। “কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবী বাস্তবায়নসহ সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ভর্তির সুযোগ প্রদান করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুরে এতিম চার ভাই- বোনের ঠিকানা এখন রাস্তায় !

ক্রমবর্ধমান সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া জরুরি

ক্রমবর্ধমান সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া জরুরি

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৬ মেয়রপ্রার্থী ও ৫৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর-৬ আসনে তৃতীয় বারের মত নৌকা প্রতীকে বিজয়ী হলেন শিবলী সাদিক এমপি

পঞ্চগড়ে কোরআনের দুই হাফেজা ছাত্রীকে রাজকীয় বিদায়

ক্যান্সারসহ ৭ রোগ প্রতিরোধে আখের রস

জাপা তে বহিরাগতদের কোনো স্থান হবে না -আসিফ শাহরিয়ারের কড়া হুশিয়ারী

জাপা তে বহিরাগতদের কোনো স্থান হবে না -আসিফ শাহরিয়ারের কড়া হুশিয়ারী

পঞ্চগড়ে দ্বিতীয় বারের মতো রেড কোরাল কুকরি  উদ্ধার

হাইকোর্টে একযোগে ২৫ বিচারপতি নিয়োগ