মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি রক্ষায় “এক শহিদ, এক বৃক্ষ” এই স্লোগানকে সামনে রেখে ১৯ জুলাই ২০২৫ শনিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শেখ সাদেক আলী ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী দিনাজপুর মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।