মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় থানা যুবলীগের সহ-সম্পাদক আনিসুল ইসলাম রুবেল কে (৪৩) হোমনা থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
আজ রোববার (১১ মে ২০২৫ খ্রি.) বেলা সাড়ে ১১ টায় উপজেলার পঞ্চবটি মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আনিসুল ইসলাম রুবেল ১ নং মাথাভাংগা ইউনিয়নের মহিষমারী গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। তাকে তিতাস থানার মামলা নং-৩, তারিখ: ৬/৯/২০২৪ বিস্ফোরক দ্রব্য আইন মূলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিতাস থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ জানান, ‘তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় হোমনা থানা যুবলীগের সহ-সম্পাদক আনিসুল ইসলাম রুবেল কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’