কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন ও কবরস্থান এলাকায় ছি*নতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অ*স্ত্রসহ রাকিব উল্লাহ হৃদয় (২৯) নামে এক ছি*নতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
২২ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানা পুলিশের একটি বিশেষ টিম কবরস্থান রোড এলাকায় অভিযান চালায়। এ সময় রাকিবকে সুইস গিয়ার ছু*রিসহ হাতেনাতে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার রাকিব কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাকিবের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ছি*নতাই চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের ধরতে চেষ্টা চলছে।এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’