কামরুল হক চৌধুরী:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখারকান্দি গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আক্তার হোসেন তালুকদারের আয়োজনে সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় এক হাজার নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধপত্র পেয়েছেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, মালিগাঁও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আল আমীন মিয়াজি সহ প্রায় এক ডজন ডাক্তার এবং বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন।
এসময় ডা: হাবিবুর রহমান বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজকদের আমি সাধুবাদ জানাই। এরকম আয়োজন করলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের চিকিৎসা সেবা পেতে সহজ হয়।’