আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী জেলার ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে রোগীর ছদ্মবেশ ধারণ করে ২৩টি মামলার আসামী আন্তঃজেলা ডা’কাত দলের সক্রিয় সদস্য মন্তাজ আলী ও আবু বক্করকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শনিবার (২৫মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী।
ব্রিফিং এ জানানো হয়, গত শুক্রবার বিকালে ডোমার থানার একটি মামলার সূত্র ধরে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে এএসআই পলাশসহ সঙ্গীয় ফোর্স হাসপাতালে ভর্তি হওয়ার নাম করে রোগীর ছদ্মবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে সুকৌশলে আন্তঃ জেলা ডা’কাত দলের সক্রিয় সদস্য মন্তাজ আলীকে গ্রেফতার করে। মন্তাজ আলী (৫২) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
চলতি বছরের গত ১৭ জানুয়ারি দিবাগত রাতে ডোমার সোনারায় এলাকায় একটি বিদেশি গরুসহ ৪টি গরু চু’রি হয়। চু’রির মামলার সূত্র ধরে মন্তাজ আলীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে আবু বক্কর (২৮) নামে আরেক আসামীকে গ্রেফতার করে পুলিশ। আবু বক্কর রংপুর হারাগাছ উপজেলার চরচাতুরা গ্রামের আব্দুল বারীর ছেলে। এ সময় আবু বক্করের কাছ থেকে চো’রাই গরু বিক্রয়ের বিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, ‘মন্তাজ আন্তঃজেলা ডা’কাত দলের সক্রিয় সদস্য। তার নামে দেশের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ডোমার সোনারা এলাকায় গরু চু’রির ঘটনায় সে জড়িত। শনিবার দুপুরে গ্রেফতারদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’