পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ট্রলির ধা’ক্কায় এক মোটরসাইকেল আরোহী মাথায় গু’রুতর আ’হত হয়ে ঘটনাস্থলে মৃ’ত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার(১৯/০২/২০২৪ খ্রি.)সকাল অনুমানঃ ০৭:৪৫ টায় উপজেলার জিউপাড়া ইউনিয়নের অন্তর্গত মধুখালী পূর্ব বালিয়ডাঙ্গা আঞ্চলিক পাকা রাস্তার উপর। পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান এতথ্য নিশ্চিত করেছে।
নিহত মোটরসাইকেল আরোহী হলেন, নাটোরের আগদিঘী হাটপাড়া গ্রামেরর মৃত-তমিজ উদ্দীনের ছেলে কাবিল সোলেমান (৫৫)।
জানা যায়, সোমবার সকালে জিউপাড়া ইউনিয়নের অন্তর্গত মধুখালী পূর্ব পাড়া গ্রামস্থ জনৈক মোঃ আবেদ আলীর বাড়ীর সামনে নাটোরের দিক থেকে আসা একটি গোবর বোঝাই ট্রলি ও রেজিস্ট্রেশন বিহীন ডায়াং-৮০ মোটরসাইকেলের আরহী মোঃ কাবিল সোলেমান (৫৫) কে পিছন দিক থেকে ট্রলি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মাথায় গু’রুতর আ’ঘাতে ঘটনাস্থলে মৃ’ত্যুবরণ করেন। অজ্ঞাত পরিচয় ট্রলির ড্রাইভার হেলপার পলাতক। ঘটনাস্থলে পুঠিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন।