রাজশাহী প্রতিনিধিঃ
সারা দেশের মতো রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে বিএনপি- জা’মাতের নৈ’রাজ্য, স’ন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে শান্তি সমাবেশ পালন করেছে আ.লীগ।
শনিবার বিকেল চারটার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজারে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করে দলটি।
পুঠিয়া উপজেলা আওয়ামীগের সভাপতি প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার, রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, সাবেক সংসদ সদস্য আকতার জাহান, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, জেলা যুবলীগের সহ-সভাপতি ওবাইদুর রহমান প্রমুখ ।