ক্রাইম পেট্রোল ডেস্কঃ
পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ মোঃ জাকেরিয়া হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) খোকন চন্দ্র সরকার ও এসআই(নিঃ) লিটন কুমার সাহা’সহ একটি আভিযানিক দল আজ ২৩ সেপ্টেম্বর ২০২২খ্রি. সকাল পৌনে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি থানাধীন বেলকুচি পৌরসভার অর্ন্তগত চালা উত্তরপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ রাসেল চৌধুরী(৩৪) এর বসতবাড়িতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রাসেল চৌধুরী(৩৪), পিতা-মৃত গিয়াস উদ্দিন চৌধুরী, মাতা-মোছাঃ রেবেকা বেগম, সাং-চালা উত্তর, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ’কে আটকপূর্বক তার নিকট থেকে ১হাজার পিস ই’য়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে বেলকুচি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।