আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ২০০৫ সালে সালের ১৭ আগষ্ট দেশব্যাপি সিরিজ বো’মা হা’মলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপি ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বসির আল হেলাল,সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রার্চায, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা যুবলীগ আহবায়ক রায়হান আলী ভূইয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রানা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহুল রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপি সিরিজ বো’মা হা’মলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকালে একই দাবিতে উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়ার নেতৃত্বে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল বের হয়। প্রদক্ষিণ শেষে সিরিজ বো’মা হা’মলায় জড়িতদের শাস্তির দাবিতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব,মোজাম্মেল হক দানা,বকুল চৌধুরী,কাওছার আহমেদ,নজরুল ইসলামসহ যুবলীগের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।